তারাবুনিয়ার গরুচোর ধরা পড়লো কাশিমপুর


 এম এম জসিম উদ্দিন (এমটিভি)

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রশিদ হাওলাদার  (৪০) পেশায় একজন গোয়াল। তবে এর বিরুদ্ধে বেশ কয়েকটি চুরির অভিযোগ থাকলেও এলাকা বাসী তাকে হাতেনাতে ধরার সুযোগ পায়নি।


গতকাল রাতে সখিপুর থানার কাশিমপুরে এক গৃহস্থের বাড়ি থেকে দুইটি গরু চুরি হয়।

রাত শেষে ভোরে স্থানীয় লোকজন নামাজ শেষে রাস্তায় হাটছিলেন, এসময় দেখতে পেলেন একজন লোক দুইটি গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। 

সন্দেহ বশত, তাকে ডাক দিলে তিনি দাঁড়ান।  স্থানীয় লোকজন তখন তাকে জিজ্ঞেস করে গরু কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। 

তখন চোর বলে তিনি হাসান পাইকারের গরু তার কাছে নিয়ে যাচ্ছেন। 

স্থানীয়রা তখন হাসান কে ফোন দিলে তিনি গরুর কথা অস্বীকার করেন, এটা শুনতে পেয়ে চোর দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন এলাকার লোকজন হাতেনাতে তাকে ধরে এবং উত্তম মাধ্যম দেন।

এরপর সখিপুর থানায় জানানো হলে পুলিশ এসে তাকে আটক করে

Post a Comment

0 Comments