জাপানে দেখা মিললো নতুন ভাইরাস, ২৪ ঘন্টায় মৃত্যু

 

   এম এম জসিম উদ্দিন (এমটিভি) জাপানে ভয়াবহ ব্যাকটেরিয়ার আতংক ছড়িয়ে পড়েছে। বিরল প্রজাতির এই ব্যাকটেরিয়া কোনো মানুষের শরীরে ছড়ালে ২৪ ঘন্টার মধ্যে মারা যেতে পারে। এর বৈজ্ঞানিক নাম গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাস( গাস) । এই ব্যাকটেরিয়ার সংক্রমণে স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিনড্রোম (এসটিএসএস) রোগ হতে পারে। ১৯৯৯ সাল থেকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য রেকর্ড প্রকাশ করছে জাপানের সংক্রামক রোগ গবেষণা সংস্থা । চলতি বছর জানুয়ারী থেকে জুন পর্যন্ত দেশটিতে ৯৭৭ জন আক্রান্ত হয়েছেন। দিন দিন এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  তবে, এদের মধ্যে কিছু কিছু প্রজাতি মূলত শিশুদের আক্রমণ করে। তবে, কিছু প্রজাতি ৫০ বছর বা তার বেশি লোকদের আক্রমণ করে। এসব প্রজাতির আক্রমণে প্রথমে গলা ফুলে যায়, রক্তচাপ নেমে আসে, এবং এক পর্যায়ে মাংসপেশিতে পচন ধরে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হয়। অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে এবং মৃত্যু ঘটে।

Post a Comment

0 Comments